হাজীগঞ্জে জগন্নাথপুর সপ্রাবির প্রধান শিক্ষকের দাফন সম্পন্ন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব আলম সেলিমের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে মরহুমের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে সাড়ে বারোটায় তিনি নিজ বাড়িতে মারা যান।
মরহুম মো. মাহাবুব আলম সেলিম উপজেলা হাটিলা পূর্ব ইউনিয়নের পূর্ব হাটিলা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান, নিকট আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী সালমা আক্তার পূর্ব হাটিলা ইউনিয়নের টঙ্গীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা গেছে, মো. মাহবুব আলম সেলিম মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকাবস্থায় সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।