শাহরাস্তি পৌরসভার উদ্যোগে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিল সারা দেশে শাহরাস্তি – হাজীগঞ্জ হবে মডেল সংসদীয় এলাকা ……………. সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি
শাহরাস্তি প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পকির্ত সংসদীয় কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রনালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পকির্ত সংসদীয় কমিটির সদস্য, চাঁদপর- ৫, শাহরাস্তিÑ– হাজীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি বলেছেন, সারা দেশে চাঁদপুর -৫, শাহরাস্তি – হাজীগঞ্জ হবে মডেল সংসদীয় এলাকা। দুই উপজেলার বিশাল উন্নয়নের চিএ তুলে ধরে তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য জনগনের ভাগ্য উন্নয়ন ও জনগনের কল্যানে কাজ করা। ৬ ই আগষ্ট শনিবার বিকাল ৪ টায় শাহরাস্তি পৌর সভার আয়োজনে পৌর চত্বরে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করে ঘাতকরা ভেবেছিল মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলবে, উন্নয়ন অগ্রযাএা বন্ধ হয়ে যাবে। জাতির জনকের কন্যা জননেএী প্রধান মন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ আজ উন্নয়নের মহাসড়কে পৌছে গেছে। শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর তুষার চৌধুরী রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান,মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইলিয়াছ মিন্টু, পৌর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক আবদুল্লাহ আল-মামুন, যুগ্ন-আহবায়ক আবদুল মান্নান বেপারী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেএী জাহানারা ইমাম, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ন-আহবায়ক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, পৌর সচিব তোফায়েল আহম্মেদ শেখ, পৌরসভার পক্ষে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র শাহাবুদ্দিন আলম, সংরক্ষিত ২ নং ওয়ার্ড কাউন্সিলর রাবেয়া বসরী বকুল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহসাহেব জামে মসজিদের খতিব মাও. মোহাম্মদ সলিমউল্ল্যাহ। সভায় পৌর কাউন্সিলর গন, পৌরসভার কর্মকর্তা কর্মচারীগন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকগন গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। ক্যাপশন: শাহরাস্তি পৌরসভার উদ্যোগে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি।