শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
শনিবার (৬ আগষ্ট) সকালে পৌরসভার মেহের উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এ কার্যক্রমের উদ্বোধন করেন। জানা যায়,শায়খুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে দুঃস্থ ও অসহায়দের চক্ষু চিকিৎসা সেবার উদ্দেশ্যে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওঃ ইসমাইল বেলায়েত হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ন রশিদ, পৌর মেয়র হাজী আঃ লতিফ, থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, খেড়িহর জামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম মাওঃ হোসাইন আহমদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মাসুদ আলম প্রমুখ।