শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আযাদ হোসেন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও স্কাউট শাখায় মোঃ আকতার হোসেন শ্রেষ্ঠ শিক্ষক পুরষ্কার পেয়েছেন। এছাড়া উপজেলা পর্যায়ে কারিগরি ও উচ্চ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ছাড়াও শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক পুরষ্কার পেয়েছে।

জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ. উপলক্ষে জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এ স্বীকৃতি প্রদান করেন। এতে জেলা পর্যায়ে কারিগরি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটি, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আযাদ হোসেন, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে মোঃ আকতার হোসেন ও ইংরেজী রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থী নুজহাত তানজিন জেলা প্রশাসন থেকে শ্রেষ্ঠত্বের পুরষ্কার, সনদ ও স্মারক পেয়েছেন।
প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে কারিগরি ও উচ্চ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ছাড়াও শিক্ষক গুলশান আরা শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক পুরষ্কার পেয়েছেন।

প্রধান শিক্ষক মোঃ আযাদ হোসেন বিদ্যালয়ের সার্বিক পরিবেশ,পড়াশোনার মান ও ফলাফল ভবিষ্যতে যাতে আরও বৃদ্ধি পায় এ জন্য পরিচালনা পর্ষদ,শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন।