মোঃ ইব্রাহিম খলিল পন্ডিত, বিশেষ প্রতিনিধি:
১৭ আগষ্ট রোজ বুধবার ব্যাভিচারের অভিযোগে কচুয়া উপজেলা রসুলপুর গ্রামের মৃত: জুনাব আলীর পুত্র শহীদ ড্রাইভারকে ৩ বছরের সাজা প্রদান করেন চাঁদপুর এর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোঃ কামাল হোসাইন ।
ঘটনার বিবরণে জানা যায় মামলার বাদী শামছুল আলম এর সহিত ১৯ বৎসর পূর্বে চক্রা গ্রামের মৃত আলী মিয়ার কন্যা আমেনা বেগমের সাথে বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের ২ পুত্র ও ১ কন্যা জন্মনেয়।  বাদী শামছুল আলম দীর্ঘদিন বিদেশে থাকার সুবাদে পাশের গ্রামের রসুলপুরের আসামী শহীদ ড্রাইভার শামসুল  আলমের স্ত্রী আমেনা বেগমের সহিত পরকিয়ার জড়িয়ে পড়ে । এক পর্যায়ে বিগত ২৩/০৪/২০২১ইং তারিখে আমেনা শহীদ ড্রাইভারের সাথে পরকিয়ায় আসক্ত হয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বাদী শামছুল আলম কচুয়া আমলী আদালতে দঃ বিঃ ৪৯৭ ধারা মতে সি.আর১৭৪/২০২১ইং নং মোকাদ্দোমা দায়ের করে। অদ্য ১৭/০৮/২০২২ইং তারিখে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটে আদালত-১, জনাব কামাল ছোসাইন সাহেবের আদালত বাদী ও আসামীপক্ষে সাক্ষী, জেরা যুক্তিতর্ক শেষে আসামী শহীদ ড্রাইভারকে ৩ বছরের সম্রম কারাদণ্ডের রায় প্রদান করেন ।
এ বিষয়ে বাদীপক্ষের বিজ্ঞ কৌশুলী জনাব কামাল হোসেন  বলেন, এ রায়ে বাদীপক্ষ সন্তুুষ্ট। আসামী একজন পরনারী আসক্ত লোক বটে। সে এর পূর্বেও একাধিক নারীর সহিত ব্যাভিচারে লিপ্ত ছিল। এ রায়ের মাধ্যমে সমাজে ব্যভিচারে লিপ্ত খারাপ মানুষ নামের অমানুষ গুলোর কিছুটা হলেও ভীত নড়ে উঠবে। আমরা এ রায়ে সন্তোষ প্রকাশ করছি।