হাজীগঞ্জে সাংবাদিক হাছান মাহমুদের মায়ের কুলখানি সম্পন্ন
![](https://dainikjagrotobarta.com/wp-content/uploads/2022/08/Hasan-mahud-news-scaled.jpg)
![](https://dainikjagrotobarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক হাছান মাহমুদ ও হাজীগঞ্জ পৌরসভার উচ্চমান সহকারী আব্দুল লতিফের মা মরহুম সুফিয়া বেগমের কুলখানি সম্পন্ন হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার জুমআর নামাজের পর মধ্য বড়কুল দারুস সালাম জামে মসজিদ ও নিজ বাড়িতে মিলাদ, দোয়া ও মোনাজাত এবং কবর যিয়ারত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মোজাম্মেল হক।অনুষ্ঠানে হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, কাউন্সিলর সুমন তপাদার, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এর আগে (১৭ আগস্ট) বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটে সুফিয়া বেগম (৭০) ব্রেণস্টোক ও বাধ্যর্কজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিন জোহরের নামাজের পর জানাযা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল গ্রামের মিয়াজী বাড়ির মৃত ফজলুর রহমানের স্ত্রী। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।