শাহরাস্তি উপজেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন
নোমান হোসেন আখন্দ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষির্কী ও ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। ১৫ ই আগষ্ট সোমবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভূমি অফিসার্স কল্যান সমিতির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি মো: আবদুল মান্নান, শাহরাস্তি উপজেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি মোহাম্মদ হাবিবউল্ল্যাহ, সাধারন সম্পাদক মো: মনির হোসেন, ভূমি সহকারি কর্মকর্তা মো: শফিকুর রহমান, ভূমি উপ-সহকারি কর্মকর্তা সমীর বর্ধন, আবদুল করিম ভুইঁয়া, জামশেদ আলম, শাহাদাত হোসেন, মাছুম বিল্লাহ, আনোয়ার হোসেন প্রমুখ।