হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শনিবার (২০ আগস্ট) বিকালে উপজেলার সোনাইমুড়ী এলাকায় বিএনপির রাজনৈতিক কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠিত কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল।
আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলালের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোলেমান ঢালী, যুগ্ম আহবায়ক ইফতেখার উদ্দিন শিশু ও কামরুজ্জামান হাসানাত, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন। বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব ইকবাল হোসেনসহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠুর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য দলের সভাপতি ইমাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহিন মজুমদার, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব দ্বীন ইসলাম টগর প্রমুখ।
অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ডা. জহিরুল ইসলাম, মাহব্ুুুবুর রহমান, আবু বকর সিদ্দিক সুমন, আনোয়ার হোসেন খাঁন, শাহজালাল রাসেল, জহিরুল ইসলাম, পৌর যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ সবুজ, আজাদ হোসেন বাপ্পী, সালেহ আকরাম রাকিব, রব রবু, মহিন উদ্দিন, সজল ও আলমগীর হোসেনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।