হাজীগঞ্জে সাপ্তাহিক আমার কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে সাপ্তাহিক আমার কন্ঠ’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসা সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, পৌর কাউন্সিলর সুমন তপাদার ও কাজী মনির হোসেন।
সাপ্তাহিক ত্রিনদীর প্রকাশক ও সম্পাদক মহিউদ্দিন আল আজাদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, বসুন্ধরা হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টের সত্ত্বাধীকারী জাকির হোসেন মিয়াজী, সংবাদকর্মীদের মধ্যে প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. হাবিবুর রহমান, কাজী শাহীদুজ্জামান ঝুটন, আজকের দেশকন্ঠের সম্পাদক এনায়েত মজুমদার, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ ।
বক্তব্য শেষে অতিথিবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠবার্ষিকীর কেক কাটেন, প্রধান অতিথি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। এ সময় বিশেষ অতিথি হিসাবে সুজন ডেকারেটরের সত্ত্বাধীকারী মুকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ মজুমদার, ইকবাল মজুমদার, শ্যামল সাহা, ওমর ফারুক, আবুল কালাম আজাদ প্রমুখ।
এছাড়াও প্রেসকাবের সদস্য এস.এম মিরাজ মুন্সী, শাখাওয়াত হোসেন শামীম, রেজাউল করিম নয়ন, গাজী মহিন উদ্দিন, সংবাদকর্মী মজিবুর রহমান রনি, মজিব পাটওয়ারীসহ অন্যান্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মো. কামাল হোসেনের সম্পাদনায় গত ৮ বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে সাপ্তাহিক আমার কন্ঠ।