শাহরাস্তিতে সেন্ট্রাল ডায়গনস্টিক ও সাফি হেলথ ডক্টর’স সেন্টারকে সিলগালা
মো. হাবিবুর রহমান ভূঁইয়া :
শাহরাস্তি: শাহরাস্তিতে ১টি হাসপাতাল ও ১টি ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতে সিলগালা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শাহরাস্তি মেহার কালীবাড়ি উত্তর বাজারের সেন্ট্রাল ডায়গনস্টিক এন্ড কনসান্টেশন সেন্টার এবং উপজেলার লোটরা বাজারের সাফি হেলথ ডক্টর’স সেন্টারের বিধি মোতাবেক কাগজপত্র না থাকায় এগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে দেশব্যাপী অবৈধ ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধের যে নির্দেশ প্রদান করা হয়। ওই হিসেবে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। ওইদিন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মো: আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ডা: নাসির উদ্দিন শাহরাস্তি পুলিশ প্রশাসন সরেজমিনে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সেন্ট্রাল ডায়গনস্টিক সেন্টার এন্ড কনসান্টেশন সেন্টার উপজেলা লোটরা বাজারে সাফি হেলথ ডক্টর’স সেন্টার। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সারোয়ার ও ডাঃ মামুন সেন্যাটারি ইন্সপেক্টর মোঃ ফায়দুল্যাহ মিঞা শাহরাস্তি মডেল থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। একই দিন বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা ও সংরক্ষণ অধিকার আইনের ২০০৯ এর বিভিন্ন ধারায় একটি বেকারিকে ১০,০০০/- (দশ হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।