শাহরাস্তিতে সন্ত্রাসী হামলায় ওলামা লীগের সভাপতি গুরুতর আহত
ডেস্ক নিউজঃ শাহরাস্তিতে ভূমি সংক্রান্ত ইসুকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের হামলায় উপজেলা ওলামালীগের সভাপতি মাও: ছালামত উল্যাহ (৬৫) গুরুতর আহত হয়ে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন । মঙ্গলবার(৬- সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের ১২ নং ওয়ার্ডের দক্ষিণ নোয়াগাঁও পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সালামত উল্লাহ ও তার স্বজনরা জানান, ওইদিন তিনি ব্যক্তিগত কাজে শাহরাস্তি পৌরশহরের মেহের কালি বাড়ি বাজার হতে সদাই করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ওই সময় পূর্ব থেকে ওত পেতে থাকা একই বাড়ির মোঃ বেলায়েত হোসেন ও মোঃ মোজাম্মেল হোসেন রড দিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে জখম করে। ওই হামলায় তিনি অসুস্থ শরীরে প্রতিরোধ করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন। তখন ওই আক্রমণের বিষয়টি দেখতে পেয়ে হামলাকারী বেলায়েতের স্ত্রী বিলকিস আক্তার ও মোজাম্মেলের স্ত্রী আকলিমা এ মারামারিতে যুক্ত হয়। ততক্ষণে হামলাকারীদের হুংকার ও হামলার শিকার মাওঃ সালামত উল্লাহ আত্মচিৎকারে তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতিকারীরা কেটে পড়ে। পরে মাওঃ সালামত উল্লাহর স্ত্রী দ্রুত শাহরাস্তির স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি দেন। এ হামলা প্রসঙ্গে মাও: সালামত উল্লাহ বলেন, বেলায়েত ও মোজাম্মেল গংরা অন্যায় ভাবে আমার সঙ্গে সম্পত্তিগত বিরোধ সৃষ্টি করে দীর্ঘদিন থেকে ঝামেলা করে আসছে।
ওইদিন কথিত বিতর্কিত সম্পত্তি উপর বেলায়েত বাঁশঝাড় থেকে বাঁশ কেটে এবং তার মামা জাহাঙ্গির হোসেন নারকেল গাছ থেকে নারকেল পেড়ে নিয়ে যায়। এদিকে তারা নারকেল ও বাঁশ লুণ্ঠন করে উল্টো তার উপর হামলা করে বলে তিনি জানান। তিনি আরো জানান. আমি শাহরাস্তি ফটিকখিরা এস এ বালিকা উবির প্রাক্তন একজন শিক্ষক। এ ছাড়া রাজনীতি, মসজিদে ইমামতি ধর্মীয় শিক্ষা ওয়াজ নসিহত করে অবঃ জীবন পার করছি।এরই মধ্যে তারা আমার উপর এবার সহ বহুবার হামলা করে। হামলাকারী মোজাম্মেল হোসেন শাহরাস্তি প্রাণিসম্পদ অফিসের মাস্টাররোলের একটি প্রজেক্টে কাজ করে, সে ওই প্রভাব খাটিয়ে এলাকায় তাসের রাজত্ব কায়েম করে আসছে। আমি সকল হামলাকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিব।