চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ছাত্রনেতা মাহবুবের তরপুরচন্ডী ইউনিয়নে মতবিনিময়


আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর সদস্য পদপ্রার্থী ছাত্রনেতা মো. মাহবুবুর রহমান সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তরপুরচন্ডী ইউনিয়নে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।
এসময় উদ্দেশ্য বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পুরানবাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন তরপুরচন্ডী ইউপি সচিব মুনসুর আহমেদ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আরশ্বাদ মোল্লা, ২নং ওয়ার্ডের মো. হাচানাত গাজী, ৩নং ওয়ার্ডের রাছেল কাজী, ৪নং ওয়ার্ডের আব্দুস সোবহান গাজী, ৫নং ওয়ার্ডের মো. মারুফুর রহমান সরদার, ৬নং ওয়ার্ডের মো. নুরুল ইসলাম মৃধা, ৭নং ওয়ার্ডের মো. শাহ আলম সরদার, ৮নং ওয়ার্ডের মো. ইয়াছিন বেপারী, ৯নং ওয়ার্ডের মো. মোরশেদুল আলম গাজী, সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মোসাঃ লাইলী বেগম, ৭, ৮ ও ৯ জ্যোস্না বেগমসহ অন্যান্যরা।