শাহরাস্তিতে বিদ্যুৎতায়িত হয়ে ২ কাঠমিস্তরী শ্রমিক নিহত , গুরুতর আহত ৪ জন
ডেস্ক নিউজ:
শাহরাস্তিতে বিদ্যুৎতায়িত হয়ে ২ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। ঘটনাস্থলে পুলিশ, ডিবি, পিআইবি ও সিআইডি কাজ করছে। পুলিশ ও স্থানীয় প্রত্যর্ক্ষদর্শীরা জানায়, উপজেলার টামটা উওর ইউনিয়নের হোসেনপুর গ্রামে বিদ্যুৎতায়িত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। তারা জানায়, হোসেনপুর বেপারী বাড়ীর ওসমান মিয়ার বাড়ী থেকে( টিনের চালা ) ঘর ক্রয় করেন একই গ্রামের ইদুঁরগাজী বাড়ীর শরবত আলী। ১৭ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় ৬ জন কাঠ মিস্তরী শ্রমিক টিনের চালা ঘর খুলে শরবত আলীর বাড়ীর উদ্দেশ্য রওনা হলে, হোসেনপুর আলী আহম্মদের বাড়ী সামনে আসলে বহনকৃত টিনের চালার সাথে বৈদ্যুৎতিক তার ঘর্ষনে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৪ জন আহত হন। নিহতরা হলেন: সোহাগ (৩০) পিতা: রুহুল আমিন, গ্রাম: হোসেনপুর মুন্সীবাড়ী, ও লিটন (২০) পিতা: ফারুক হোসেন, গ্রাম: হোসেনপুর মাইজের বাড়ী। আহতরা হলেন: আলী আক্কাস (৫০) পিতা: সিরাজুল ইসলাম, সোহাগ (৩০) পিতামৃত: চাঁন মিয়া, আবুল কাশেম (৩৬) পিতা:মৃত: আবদুল মালেক, দেলোয়ার হোসেন (৫০) পিতা: মমতাজ উদ্দিন। আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বশিরউল্ল্যাহ মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য মো: আনোয়ার হোসেন জানান, নিহতদের বাড়ীতে শোকের মাতম চলছে। নিহত ও আহত পরিবার গুলো খুবই গরীব। পরিবারের একমাএ উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে পরিবার গুলো দিশাহীন।হতাহত পরিবার গুলোর জন্য স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছেন তিনি।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান জানান, বিষয়টি অবগত হয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। নিহতদের চাঁদপুর মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করি। এ বিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।