মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার  পুলিশ সুপারের অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। এ সময় বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি।
 
‘আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সংবর্ধনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সংবর্ধিত অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদসহ অন্যান্য কর্মকর্তাগণ। বক্তব্য শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননাসূচক ক্রেষ্ট প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ চাঁদপুর থেকে শেরপুর জেলায় বদলী হয়েছেন।