ডেস্ক নিউজঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।
দিবসটি উপলক্ষে বুধবার দুপুর ১২ টায় উপজেলার পৌর শহরের দোয়াভাঙ্গা থ্রী স্টার কমিউনিটি সেন্টারে আলোকচিত্র প্রদর্শনী,চিত্রাংকন প্রতিযোগীতা,দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্ধোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ ভূঁইয়া ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নাঈম দুলাল পাটওয়ারী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রধান সমন্বয়ক মঞ্জুর আহমদ।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মোশাররফ হোসেন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন,উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির হিরু,আবুল কালাম আজাদ,মহসিন পাটওয়ারী,আলমগীর কবির পলাশ,উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক যুগ্ন আহবায় মোঃ মাসুদ আলম পাটওয়ারী,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রকি,রায়শ্রী দঃ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক,মেহার উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ জাবেদ হোসেন,সাধারন সম্পাদক ডাঃ মোঃ মাহবুব আলম,টামটা দঃ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রউফ দর্জি,জেলা ছাত্রলীগের সহসভাপতি ইস্কান্দার মিয়া সুমন,ছাত্রলীগ নেতা ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা, আবুল কাশেম,সোহরাব হোসেন সৌরভ,মেহর কলেজ ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ ও শ্রমিক লীগের অসংখ্য নেতাকর্মী। এছাড়া ও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।