১৯তম ডিসি কাপ ফুটবল -২০২২ শক্তিশালী হাজীগঞ্জ উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে শাহরাস্তি উপজেলা
ডেস্ক নিউজঃ
১৯ তম জেলা প্রশাসক কাপ ফুটবল- ২০২২, গ্রæপ পর্বের ম্যাচে শক্তিশালী হাজীগঞ্জ উপজেলাকে ট্রাইব্রেকারে ৫- ৪ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠার গৌরব অর্জন করেছে শাহরাস্তি উপজেলা ফুটবল একাদশ দল। ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় চাঁদপুর স্টেডিয়ামে শাহরাস্তি উপজেলা একাদশ দল ও হাজীগঞ্জ উপজেলা একাদশ দল অংশ নেয় । খেলার নির্ধারিত সময়ে শাহরাস্তি উপজেলা দল ২, ও হাজীগঞ্জ উপজেলা দল ২, গোলে খেল অমিমাংসিত ভাবে শেষ হয়। নক আউট পর্বের এ খেলা গড়ায় ট্রাইব্রেকারে । ট্রাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে শক্তিশালী হাজীগঞ্জ উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে শাহরাস্তি উপজেলা ফুটবল একাদশ দল। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশীদ, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল আলম, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আমজাদ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো: রেজাউল করিম মিন্টু, শাহরাস্তি দলের কোচ ও পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: দেলোয়ার হোসেন প্রমুখ।