শাহরাস্তির বাদিয়া এম হক উর্বির অভিবাভক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন


ডেস্ক নিউজঃ শাহরাস্তির ঐতিহ্যবাহী বাদিয়া
এম. হক উচ্চ বিদ্যালয়ের অভিবাভক প্রতিনিধি নির্বাচন-২০২২
সুষ্ঠ শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন
হয়েছে। ৪ ই অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৮ টা
পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে
অভিবাভক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতায় অংশ নেন।
এতে মো: মহসিন উদ্দিন (১০৭) ভোট পেয়ে প্রথম, মো:
সোলাইমান রায়হান (৯৩) ভোট পেয়ে দ্বিতীয়, মো: নূরুল ইসলাম
বাবুল (৮৩) ভোট পেয়ে তৃতীয়, মো: তাজুল ইসলাম (৭৭) ভোট
পেয়ে ৪র্থ, অভিবাভক সদস্য প্রতিনিধি নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরী।
নির্বাচনের সার্বিক সহযোগিতায় ছিলেন বাদিয়া এম হক
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শামসুল হুদা।