শাহরাস্তি লাইফ কেয়ার কোচিং সেন্টারের ১৫০ তম ক্লাস উদ্ভোদন


চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় বিনামূল্যে১৫০ টি বেসিক ক্লাস পূর্তি অনুষ্ঠান আয়োজন করে লাইফ কেয়ার কোচিং সেন্টার । আয়োজিত এই বেসিক ক্লাস গুলোর প্রত্যেকটি বিষয় ছিল মানুষের জীবনে প্রয়োজনীয় বিভিন্ন দিক। যা কোন শিক্ষা প্রতিষ্ঠান বা পাঠ্য বইতে ধারাবাহিক লিপিবদ্ধ নয়। প্রত্যেকটি ক্লাসের বিষয়গুলোকে সুনিপুণ ভাবে সাজিয়ে ছাত্র-ছাত্রীদের কাছে উপস্থাপন করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ শরিফ হোসেন। এই ১৫০ টি বেসিক ক্লাসে কোন ছাত্রছাত্রী থেকে কোনরূপ অর্থ সহায়তা নেওয়া হয়নি। পরিচালক শরীফ হোসাইন বলেন ২০১৭ সাল থেকে লাইফ কেয়ার কোচিং সেন্টার সকল ছাত্র-ছাত্রীর জন্য বিনামূল্যে এই ক্লাসের আয়োজন করে আসছি। এছাড়াও তিনি বলেন চাঁদপুর জেলায় আমরাই সর্বপ্রথম এতগুলো ক্লাস বিনামূল্যে উপহার দিতে পেরেছি।এই ক্লাসগুলোর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নৈতিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করছে অত্যন্ত সহজ ভাবে। বর্তমানে এই কোচিং সেন্টারটির তিনটি শাখা চলমান। আগামী পহেলা জানুয়ারি ২০২৩ ইং এর মধ্যে আরও দুটি শাখা চালু হতে যাচ্ছে। কোচিং সেন্টারটির উপদেষ্টা হিসেবে কাজ করছেন জনাব মোঃ রফিকুল ইসলাম (মিয়াজী), ডাঃ এম এ বাসেত এবং জনাব মোঃ হুমায়ুন কবির (হিরো )। উক্ত বেসিক ক্লাসগুলোতে সর্বাধিক উপস্থিতির মধ্যে প্রথম স্থান পেয়েছে শাহরিয়ার ইশতিয়াক, দ্বিতীয় স্থান পেয়েছে কামরুজ্জামান এবং তৃতীয় স্থানে আছেন উম্মে হাবিবা মারিয়া, আরো আছেন শাহেদ আলী তাহমিদ, হাসান আহমেদ, মহিশা সুলতানা , আফরিন সহ আরো অনেক ছাত্র-ছাত্রী। এছাড়া যে সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি সফলতা পেয়েছে তারা হলেন জনাব মোঃ সিদ্দিকুর রহমান , সাইফুল ইসলাম, কাজী ফজলুল হক,বায়োজিদ ইসলাম, ডাঃ আব্দুল হান্নান, রুবেল হোসেন, মাসুম বিল্লাহ, আরিফুল ইসলাম মিয়াজী সহ আরো অনেকে ।সকলের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালকমোঃ শরিফ হোসেন।