চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা সদর উপজেলা যুবলীগ কখনও অন্যায় ও অনিয়মের কাছে মাথা নত করেনি, করবেও না —— অ্যাড. হুমায়ুন কবির সুমন
আপডেটঃ অক্টোবর ৬, ২০২২ | ৮:০২
31 ভিউ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহীমপুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে ইব্রাহীমপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুর সদর উপজেলা যুবলীগ একটি সুসংগঠিত দল। সদর উপজেলা যুবলীগ কখনও অন্যায় ও অনিয়মের কাছে মাথা নত করেনি, করবেও না। কেউ যদি সংগঠন বিরোধী কাজ করে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগকে ভূমিকা রাখতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান সামনু ও মো. তাজুল ইসলাম মিয়াজী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. কাশেম খান, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য আ. মালেক চৌধুরী, সদর উপজেলা যুবলীগের সদস্য মো. জাহাঙ্গীর কবির কিশোর, আবুল হাসনাত নয়ন, পুরান বাজার ডিগ্রি কলেজের সভাপতি মাহবুবুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. হোসেন গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আহসান পাটওয়ারী, তরপুচন্ডী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. মনির হোসেন শেখ, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সুমন হাওলাদার, বি এম জসিম উদ্দিন, চাঁদপুর পৌর যুবলীগের সদস্য মো. স্বপন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুজ্জামানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. শাহ আলম দেওয়ানের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান ছিডুর পরিচালনায় ইউনিয়ন যুবলীগের সদস্য আমিনুল ইসলাম মিজি, রিয়াদ মাহমুদ, হাফিজ পাটওয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।