নবগঠিত নেতৃবৃন্দের সাথে চাঁদপুর জেলা ছাত্রলীগের মতবিনিময় সভা



চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন খানের পরিচালনায় চাঁদপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোলায়মান হোসেন রাজু, সহ-সভাপতি সাইফুর রহমান মিশু, রিয়াজ হাসান পাবেল, সাগর পাটওয়ারী, ইমরান খান শাওন, অপু কুমার বিশ্বাস, সোহান ভূঁইয়া, সুমন গাজী, মুনসুর পাটওয়ারী, জিসান পাটওয়ারী, জহির সরকার, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে নবগঠিত মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাফ আলী পাটওয়ারী অনিক ও সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, মতলব পৌর ছাত্রলীগ সভাপতি গোলাম রাব্বী ও সাধরণ সম্পাদক নূর মো. তামিম ও ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া ও সাধারণ সম্পাদক নূর জামান খান ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, আগামী ১ বছরের জন্য মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগ, মতলব পৌর ছাত্রলীগ, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগ, কচুয়া পৌর ছাত্রলীগ, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ কমিটিগুলোর অনুমোদন দেয় চাঁদপুর জেলা ছাত্রলীগ। এছাড়া আগামী ৩ মাসের জন্য মতলব উত্তর ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেয়া হয়।
সর্বশেষ সংবাদ

ভোরের কাগজ খোলা ও ন্যায্য পাওনা আদায়ের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
জানুয়ারি ৩০, ২০২৫, ১১:৪৩
৯ নং গোবিন্দপুর ইউনিয়নে নিরাপদ অভিবাসন তৈরিতে সিসিডিএ কর্তৃক অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
অক্টোবর ২২, ২০২৪, ৪:২৪