শাহরাস্তি নূরানী কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি নূরানী কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় নূরানী কিন্ডার গার্টেনের আয়োজনে কিন্ডারগার্টেন মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি নূরানী কিন্ডার গার্টেনের পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মোঃ আমির হোসেন পাটোয়ারীর সভাপতিতে ও সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাজী আব্দুল কুদ্দুস রানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ফারুক হোসেন মিয়াজী। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরাস্তি নূরানী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল হক মানিক। এ সময় বক্তব্য রাখেন ঠাকুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহীদ উল্লাহ, মোঃ মিজানুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল কাইয়ুম রিপন, অভিভাবক মোঃ মাসুম বিল্লাহ সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় বক্তারা বলেন নূরানী কিন্ডারগার্ডেনের পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা ও শিক্ষক মন্ডলীগন ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত সহ ও সহ সকল পাঠদানে আন্তরিকতা সাথে কচিকাঁচা শিশুদের মা-বাবার স্নেহা ভালোবাসার মাধ্যমে পাঠ দান করে যাচ্ছেন। এতে শিশুদের জ্ঞান অর্জনে সফলতা অর্জন করেছেন। আশা করি ভবিষ্যতে এ ধরনের সহযোগিতায় সকল শিশুদেরকে আন্তরিকতার সহিত পাঠদান করে যাবেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সহ সকল শিক্ষার্থীদের মাঝে সান্তনা পুরস্কার বিতরণ করা হয়।