শাহরাস্তি প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে
আহলে সুন্নাত ওয়াল জামায়াত শাহরাস্তি দক্ষিণ কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এক বিশাল জশনে জুলুস ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। ৮ অক্টোবর শনিবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আনন্দ র‍্যালি নুনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা থেকে বের হয়ে

জুলুছে সকলের হাতে ছিল দুরূদ শরীফ, কালেমা ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার গুণগান লিখা প্ল্যাকার্ড। মুখে ছিল তাকবির আর রিসালাতের স্লোগান এবং না’ত, দুরূদ, মিলাদ ও কিয়াম।  সূচিপাড়া, শোরসাক, লোটরা, কেশরাঙ্গা, ফেরুয়া, নরিংপুর, উঘারিয়া, মোল্লার দর্জা, ছিমাইল, কাদরা, পানচাইল আয়নাতলী বাজার প্রদক্ষিণ করে  নুনিয়া ডিগ্রী মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আয়োজক কমিটির সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল রিফাত শাহ এর সভাপতিত্বে ও সম্পাদক মাওলানা মোসলে উদ্দিনের সঞ্চালনায় এ সময়  পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে বক্তব্য রাখেন বিভিন্ন ওলামায়ে কেরাম। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মোরশেদ আলম, হাফেজ সানাউল্লাহ নূরী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা ফারুক হোসাইন, হাফেজ জুনায়েদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।  আলোচনা সভার শেষে  দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন নুনিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন মোল্লা। এ সময় ওলামায়ে কেরাম, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েক  ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।