পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর স্বাগত মিছিল


স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপনে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর সদর ও শহর শাখার যৌথ উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ অক্টোবর) সকালে ডিসি অফিসের সম্মুখে হতে স্বাগত মিছিল বের হয়ে শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে ওয়্যারলেছ মুন্সি বাড়ি সংলগ্ন খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার। উপস্থিত ছিলেন চাঁদপুর শহর শাখার সভাপতি মুফতি জিয়াউদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাও. মো. আবদুর রহমান গাজী, আইম্মায়ে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মুফতি মো. মহিউদ্দিন জাফরী, যুব হিযবুল্লাহর চাঁদপুর শহর শাখার আহ্বায়ক হাফেজ মাও. মো. হাবিবুর রহমান, মাও. মো. শফিকুল ইসলাম গাজী, চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. মো. ফারুকুল ইসলাম মিজি প্রমুখ।
ছাত্র হিযবুল্লাহর চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. মাঈনুদ্দিন ছালেহীর সভাপতিত্বে এবং চাঁদপুর শহর শাখার সভাপতি মো. জয়নাল আবেদীনের পরিচালনায় কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও গজল পরিবেশন করে জুলফিকার হামদ-নাত ও গজল পরিবেশক দলের সদস্যবৃন্দ।
মিছিলে অংশ নেন ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি মাও. মো. মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাও. মাসুম বিল্লাহ, হাফেজ মাও. মো. দ্বীন ইসলাম, বর্তমান চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো. আশরাফ, চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ছাত্র নেতা হাফেজ মাও. মো. সিদ্দিকুর রহমান সহ চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন সভাপতি, চাঁদপুর পৌরসভার ওয়ার্ড ও স্কুল-কলেজ শাখার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।