মোঃ জামাল হোসেন :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ের, বিদ্যালয় পরিচালনা পর্ষদের পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আব্দুল হান্নান চৌধুরী। দশ অক্টোবর সোমবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় অভিভাবক প্রতিনিধিদের সর্বাত্মক সমর্থনে হান্নান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হান্নান চৌধুরীকে পুনরায় সভাপতি  করেছেন মনোনীত করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসানুল্লাহ চৌধুরী জানান বিদ্যালয়ের সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায় ও প্রতিনিধিদের সর্বাত্মক সমর্থনে আব্দুল হান্নান চৌধুরীকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল হুদা পাটোয়ারী জানান আব্দুল হান্নান এই নিয়ে ৫ বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন জানা যায় আব্দুল হান্নান চৌধুরী ইতিপূর্বে উক্ত বিদ্যালয়ের দুই দুইবারের সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। বিদ্যালয় পরিচালনা দক্ষতা সহযোগিতা কারণে অভিভাবকদের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছেন আব্দুল হান্নান চৌধুরী তার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে বারবার নির্বাচিত করেন অভিভাবক সদস্যবৃন্দ উল্লেখ্য গত চার অক্টোবর উক্ত বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হান্নান চৌধুরী পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় অভিভাবক সদস্য, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।