নোমান হোসেন আখন্দ,শাহরাস্তি প্রতিনিধিঃ

জেলা তথ্য অফিস চাঁদপুর আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন
চুক্তি (এপিএ) এর আওতায় করোনা ভাইরাস পরিস্থিতি ও দুযোর্গকালে সরকারের
বিভিন্ন পদক্ষেপ “ যৌতক বাল্য বিবাহ প্রতিরোধে হ্যা বলুন ”মাদক কে না বলুন, নারী
ও শিশু নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি
উপজেলার টামটা দক্ষিন ইউনিয়নের টামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য
অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার দেলোয়ার
হোসেনের সভাপতিত্বে ও টামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:
জাকির হোসেন ভুইঁয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: এমদাদুল ইসলাম মিঠুন। প্রধান
অতিথি তার বক্তব্য বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের ঘরের কোনে বসিয়ে
রাখার দিন শেষ। দেশের দ্ধসঢ়;্রুত উন্নতি চাইলে, সমাজের প্রতিটি ক্ষেএে নারীদের সম্পৃক্ত
করুন । মাদক আমাদের উন্নতি ও অগ্রগতির ক্ষেএে বড় বাধা, প্রত্যেকে যার যার অবস্থান
থেকে মাদক নিমূলে ভূমিকা রাখুন। স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, বিদ্যুৎ,সকল ক্ষেএে দেশ
আজ স্বংসম্পন্ন। জননেএী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যেগের আওতায়
একটি বাড়ী, একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা
কর্মসুচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, পৌছে দেয়া হয়েছে। এছাড়া কমিউনিটি
ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য , সামাজিক নিরাপওা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ ও
পরিবেশ সুরক্ষায় সরকার ব্যাপক অগ্রগতি অর্জনে সর্ক্ষম হয়েছে। সে লক্ষে উন্নয়ন ও
অগ্রযাএায় বিশে^র বুকে বাংলাদেশ আজ চির উজ্জল স্থান অর্জন করেছে। অনুষ্টানে
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান ভুইঁয়া, শাহরাস্তি
প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির প্রমুখ। এছাড়া সভায় এলাকার গন্যমান্য
ব্যাক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিবাভক, সাংবাদিক, ও শির্ক্ষাথীগন
উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সমৃদ্ধির অগ্রযাএায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের
আওতায় উন্নত রাষ্ট ও উন্নত জাতি গঠনের লক্ষ্যে ভিশন ২০৪১ বাস্তবায়ণ বিষয়ে নারীদের
আলোকপাত করেন। মহিলা সমাবেশে শতাধিক মহিলা অংশ নেন।
ক্যাপশন: শাহরাস্তিতে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য
রাখছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো: এমদাদুল ইসলাম মিঠুন।