মোহাম্মদ হাবীব উল্যাহ্
আগামিকাল শনিবার (২২ অক্টোবর) হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স-এ জামিয়া আহমাদিয়া কাওমী মাদরাসার মাহফিলে আসবেন, বাংলাদেশ কাওমী মাদরাসা শিক্ষাবোর্ডের সভাপতি, আল হাইআতুল উলয়া বাংলাদেশ এর চেয়ারম্যান, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও গুলশান সেন্ট্রাল জামে মসজিদের খতিব ও পেশ ইমাম, শাইখুল হাদীস, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত কাওমী মাদরাসার বার্ষিক এ মাহফিলে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পবিত্র কোরআন মাজিদ ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন। শনিবার বেলা ৩টা থেকে এ মাহফিল শুরু হবে, চলবে রাত ১১টা পর্যন্ত। ইতিমধ্যে মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন, মাহফিল এন্তেজামিয়া কমিটি।
জানা গেছে, জামিয়া আহমাদিয়া কাওমী মাদরাসার দাওরায়ে হাদীস ফারেগীণ ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে এ বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। মাদরাসার মুহতামিম ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ¦ মুফতী মুহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, ঢাকা ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন, শাহরাস্তির খেড়িহর মাদরাসার মুহতামিম মাওলানা হুসাইন আহমাদ। বিশেষ অতিথিগণ পবিত্র কোরআন মাজিদ ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন। এছাড়াও মাহফিলে মাদরাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত, হামদ্-নাত ও নাশিদসহ ইসলামি সংগীত পরিবেশণ করবেন।