আমি আশা রাখবো ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন শুধু নিজেদের জন্য নয়, অসহায় মানুষের জন্য কাজ করবে
…………………………………………………….মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি

নোমান হোসেন আখন্দ: শাহরাস্তিতে বর্নাঢ্য আয়োজনে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২১ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সভাপতি প্রকৌশলী সোহাগ মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রকৌশলী ইমরান হোসেন এর অনুষ্ঠান সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সরকারের প্রত্যেকটি কাজের সাথে জনপ্রতিনিধি ও সরকারের সুনাম জড়িত থাকে, ঠিকাদার সঠিকভাবে কাজটি করছে কিনা প্রকৌশলীদের সঠিক ও যতœবান হয়ে সেটা তদারকি করা উচিত। অন্য উপজেলার ঠিকাদার এসে অনিয়ম করে একটি কাজ করে গেল, প্রকৌশলীরা সেটা সাপোর্ট দিয়ে তাদের সহযোগিতা করবেন, সেটা হতে দেয়া যাবেনা। কোন কাজের কারনে সরকার বা জনপ্রতিনিধির সুনাম ভাবমূর্তি ক্ষুন্ন না হয় সেদিকে আপনারা সজাগ থাকবেন। আমি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে চিন্তা করি কোন অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছি, কিনা। আপনারা শুধু নিজেদের জন্য নয় সমাজের নিপীড়িত অসহায় মানুষের কল্যানে কাজ করবেন, তাদের মুখে হাসি ফুটাবেন। আমি আশা রাখবো ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন শুধু নিজেদের জন্য নয়, সমাজের অসহায় মানুষের জন্য ও কাজ করবে। প্রসঙ্গত তিনি বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে একটি ভালো জায়গা দেখে ইঞ্জিনিয়ার , সাংবাদিক(প্রেসক্লাব) , ও ডাক্তারদের জন্য ভবন নির্মান বরাদ্দ দেয়ার। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশীদ, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) আবদুল মান্নান, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ রহমত উল্ল্যাহ, প্রকৌশলী মো: মজিবুর রহমান, জনকল্যান ট্রেডার্সের সত্বাধিকারী মো: নজরুল ইসলাম প্রমুখ।