ডেস্ক নিউজঃ

কুমিল্লা নাঙ্গলকোটের হেসাখালে মালয়েশিয়া প্রবাসী নিজাম  ছুটিতে বাড়িতে এসেছেন ১ মাস হলো। নতুন বাড়ির কাজ চলমান ,কিছু দিন পর নতুন বাড়িতে উঠার কথা!

কিন্তু সে সুযোগ আর তার হলো না, তার আগেই আজরাইল হাজির। গতকাল রাতে সিত্রাং এর তাণ্ডবে গাছ পড়ে নিজাম, তার স্ত্রী ও তার মেয়ে মারা যান।

ঘটনাটি ঘটেছে কুমিল্লা নাঙ্গলকোটের হেসাখালে।