হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে নবজাতকের লাশ
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ডাকাতিয়া নদী থেকে অপ্রাপ্ত বয়স্ক এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের পৌর মহাশ্মশান সংলগ্ন এলাকায় ডাকাতিয়া নদীর পাড় থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মৃত নবজাতকের বয়স ৫/৬ মাস হবে।
জানা গেছে, এদিন সন্ধ্যায় ডাকাতিয়া নদীর পাড়ে পানিতে ভেসে থাকা নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
উদ্ধারকৃত মৃত নবজাতকটিকে আগামিকাল (বৃহস্পতিবার) ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। স্থানীয়রা ধারণা করছেন, এদিন (বুধবার) বিকালে অপ্রাপ্ত অবস্থায় গর্ভপাত করে নবজাতকটিকে নদীতে ফেলে দেওয়া হয়। যার আনুমানিক বয়স হবে ৫/৬ মাস।
নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, নবজাতকটি ময়নাতদন্তের জন্য আগামিকাল মর্গে প্রেরণ এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।