শাহরাস্তি প্রতিনিধিঃ
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু”এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় চাঁদপুরে শাহরাস্তি উপজেলায় শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা স্কুল, কলেজ ও মাদ্রাসার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে  থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আহম্মেদ হোসেনের সভাপতিত্বে  সূচীপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো.আবুল কালাম ও করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক এ কে এম মাহবুবুল হকের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভুঁইয়া, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, হোসেনপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ রফিকুল ইসলাম, রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন,
পঞ্চনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিম, শাহরাস্তি চিশতিয়া মাদরাসার অধ্যক্ষ মাওঃ বেলাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম, টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমুখ। র‍্যালী ও আলোচনা সভায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং শিক্ষক প্রতিনিধিগন উপস্হিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষক হলেন সমাজের বাতিঘর। মানুষ গড়ার এই কারিগররা দেশ ও জাতি গঠনে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই শিক্ষকের সম্মান সকলের উপরে। এছাড়াও মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি ও সংশ্লিষ্ট সচিব মহোদয়কে দিবসটি পালন উপলক্ষে ধন্যবাদ ও অভিনন্দন জানান। এছাড়াও বক্তারা আরো বলেন শিক্ষকরা অবহেলিত, তাই শিক্ষকদেরকে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার জন্য সরকারের প্রতি সু-দৃষ্টি কামনা করেন।