ডেস্ক নিউজঃ
শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজের ২০২২ খ্রি. এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর রোববার সকালে মেহের ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিতে ও প্রভাষক ফারজানা আক্তার এবং মাসুম বিল্লাহ ভূইয়ার যৌথ সঞ্চালনা সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ।
শুভেচ্ছা বক্তব্য ও পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরী, সরকারি অধ্যাপক ওয়াহিদুজ্জামান চৌধুরী, নাছিমা আক্তার চৌধুরী,শান্তনু সাহা, রাহুল তারন,সত্যজিৎ সাহা, মঞ্জুরুল আলম, তানজিদা বেগম, মোহাম্মদ শাহ আলম, এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান বেপারি। উপস্থিত ছিলেন সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপলতা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মোঃ মনির হোসেন।