শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
ডেস্ক নিউজ
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২২ | ৮:৪৫ 42 ভিউ
ডেস্ক নিউজঃ
শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজের ২০২২ খ্রি. এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর রোববার সকালে মেহের ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিতে ও প্রভাষক ফারজানা আক্তার এবং মাসুম বিল্লাহ ভূইয়ার যৌথ সঞ্চালনা সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ।
শুভেচ্ছা বক্তব্য ও পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরী, সরকারি অধ্যাপক ওয়াহিদুজ্জামান চৌধুরী, নাছিমা আক্তার চৌধুরী,শান্তনু সাহা, রাহুল তারন,সত্যজিৎ সাহা, মঞ্জুরুল আলম, তানজিদা বেগম, মোহাম্মদ শাহ আলম, এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান বেপারি। উপস্থিত ছিলেন সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপলতা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মোঃ মনির হোসেন।
এই রকম আরও খবর
ফরিদগঞ্জ লেখক ফোরাম’র ফ্রি মেডিকেল ক্যাম্পে বক্তারা
এক যুগ পর শাহরাস্তি প্রেসক্লাবে ১২ জন নতুন সদস্যদের অন্তভূক্তি ঐক্যবদ্ধ থেকে কাজ করার ঘোষণা
ফরিদগঞ্জে ১০ম গ্রেড দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আকবরের চিকিৎসায় এগিয়ে এলো পুলিশ।
ফরিদগঞ্জ পৌরসভার চুরি হয়ে যাওয়া রডের সন্ধান মিললো বড়ালীতে ॥ অনুসন্ধানে উঠে আসে বিএনপি নেতাদের নাম