মোঃ জামাল হোসেনঃ
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো ইলিশের বাড়ী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার  মেহার কালীবাড়ী এলাকায়। এটি পৌর শহরের শাহরাস্তি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সংলগ্ন মিয়াজি মার্কেটে অবস্থিত।
গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন এই আউটলেটের উদ্বোধনে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নের রিজিওনাল হেড অফ অপারেশন মোঃ আব্দুল্লাহ আল মাহবুব, রিজিওনাল সেলস ম্যানেজার রিয়াজ উদ্দিন ও রায়হান মোস্তাফিজ আনসারি ফ্রাঞ্চাইজি মোসাঃ শরীফা বেগম, মোঃ ফয়সাল চৌধুরী  এবং আউটলেট ম্যানেজার মোঃ মাহবুব হায়দার সহ আরো অনেকে।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪২টি জেলায়। চাঁদপুর, শাহরাস্তি কালিবাড়ি  বাজারে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।

স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।
স্বপ্নের নতুন এই আউটলেট থেকে হোম ডেলিভারি সেবা পেতে ০১৩১৩০৫৪৬০৮ নাম্বারটিতে যোগাযোগ করতে অনুরোধ করেছেন শাহরাস্তি কালিবাড়ী আউটলেট কতৃপক্ষ।