মোঃ জাহিদ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব এম এস মামুন এর সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়োজন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন গাউসীয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল আল কাদেরী। মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বেএতে প্রধান বক্তা হিসেবে তাশরীফ আনেন গাউছিয়া কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ আলী সিদ্দিকী, বিশেষ মেহমান ছিলেন উপজেলা দাওয়াতে খাইর সম্পাদক আলহাজ্ব মাওলানা আতিক উল্লা আল কাদেরী, হাফেজ মাওলানা মোঃ নাজির হোসেন আল কাদেরী, উপস্থিত ছিলেন “প্রয়োজন ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এস.এম মামুনসহ বিভিন্ন আলেম ওলামাবৃন্দ।