শাহরাস্তিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের প্রস্তাবিত ভূমি পরিদর্শন
মোঃ জাহিদঃ
শাহরাস্তিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের লোটরা বাজার এলাকার শিমুলিয়া মৌজায় প্রস্তাবিত ভূমি পরিদর্শন করেন। ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে
উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য শাহরাস্তি উপজেলার শিমুলিয়া মৌজায় প্রস্তাবিত ভূমি সরেজমিনে পরিদর্শনে আসেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এম.এম.তারিকুল ইসলাম মহোদয় ও প্রকল্প পরিচালক,
(অতিরিক্ত সচিব) ড. সৈয়দ মাসুদ আহমেদ চৌধুরী. এনডিসি এবং প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল হাসেম সরদার মহোদয়। উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, শাহরাস্তি, এবং নির্বাহী প্রকৌশলী শিক্ষা অধিদপ্তর চাঁদপুর। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।