ডেস্ক নিউজঃ 
শাহরাস্তির কর্ণপাড়ায় পুকুরের পাড় ভাঙ্গনে ৪০টি পরিবার ঝুঁকির আশঙ্কা” যে কোন সময়ে পুকুরে, ধষে পড়বে বাড়িঘর।
উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কর্ণপাড়া ফরাজী বাড়ির  মনহাজী পুকুরের ৪ পাড়ে
বসবাস করছে প্রায় ৪০টি পরিবার,পুকুরটির জমির পরিমাণ দুই একর ৩৪ শতাংশ তার মধ্যে এক একর ৩৪ শতাংশ সরকার বাকি এক একর মালিকানাধীন। সরকারি সহ মালিকানাধীন ভূমি লীজ দিয়েছে সরকার জনৈক মৎস্য চাষির কাছে। চাষি তার মাছ চাষে অধিক লাভের জন্য  বিভিন্ন মেডিসিন ব্যবহার করায় পুকুরের পাড়ের মাটি নরম হয়ে  ধষে পড়া শুরু করেছে, এতে পুকুরের পাড়ে বসবাসকারী মানুষের ঘর ও বিল্ডিং পুকুরে ধষে পড়ার উপক্রম হয়েছে। পাকা ঘরগুলো হেলে গেছে এতে পাড়ের মানুষগুলো আতংকে বসবাস করছে। এ ব্যাপরে স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি মেম্বার মহরম আলী সহ ক্ষতিগ্রস্ত মানুষগুলো স্থানীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এর কাছে মৌখিক ভাবে জানিয়েছেন বলে জানান ইউপি মেম্বার মহরম আলী। যাদের পাকা বিল্ডিং ঝুঁকিতে আছেন, তারা হলেন, মোঃ আমির হোসেন,মোঃ আলমগীর হোসেন, মমতাজ উদ্দীন, ও আবদুল খালেকসহ অনেকগুলো পরিবার, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বিষয়টি ব্যবস্থা না নিলে  কুকুরের পাড়ে থাকা মানুষগুলোর বড় ধরনের ক্ষতি হতে পারে। এ বিষয়ে এখন আশঙ্কাজনক পরিবারগুলো দুর্ঘটনাা থেকে রক্ষা পেতে প্রশাসনের নিকট জরুরী হস্তক্ষেপ কামনা করেন।