স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির নতুন সভাপতি মনোনীত হয়েছেন ‘ক্যাফে জামান’ হোটেলের স্বত্ত্বাধিকারী হাজী মো. নুরুল আলম লালু। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ২০২২-২০২৩ সনের মেয়াদের জন্য তাকে সভাপতি পদে পদায়ন করেন। তিনি আব্দুল আজিজ দেওয়ানের স্থালাভিষিক্ত হলেন।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. ওসমান গনি ও মহাসচিব ইমরান হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, যে জনাব আব্দুল আজিজ দেওয়ান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে সমিতির সাংগঠনিক কর্মকান্ডে অনুপস্থিত থাকায় গত ২০-৮-২০২২ সালে চাঁদপুর জেলার কার্যকরী কমিটির সভার প্রস্তাবনার আলোকে সংশ্লিষ্ট সিদ্ধান্তটি গ্রহন করা হয়। যা ৩-১১-২০২২ সাল থেকে কার্যকর হবে।