ডেস্ক নিউজঃ 

শাহরাস্তির সূচীপাড়া উওর ইউনিয়ন আওয়ামীলীগের ২ নং ওয়ার্ডের এি-বার্ষিক সন্মেলন অত্যান্ত সুশৃঙ্খল, জাকজমকপূর্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৩ ই নভেম্বর রবিবার বিকাল ৩ টায় ডাইরেক্টার আবদুস সাওার সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি। বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান মিন্ট, শাহরাস্তি পৌর আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র হাজী আবদুল লতিফ। এ সময় অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, আওয়ামীলীগ নেতা সেলিম খাঁন, মেশকাত হোসেন বিটু, মোশারফ হোসেন মুশু, সাবেক ছাএনেতা হুমায়ুন কবির হিরো, এফ. কাদের বাবু, মাহবুবুল আলম চৌধুরী, আলমগীর হায়দার, জেলা ছাএলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন প্রমুখ। সন্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন মো: আনিছুজ্জামান শিহাব ও সাধারন সম্পাদক নির্বাচিত হন মো: জাহাঙ্গীর আলম।