মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের উৎসব মুখর পরিবেশে  ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
১৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমাণ্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম। সম্মেলন উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের আহবায়ক পৌর মেয়র হাজী আঃ লতিফ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা চৌধুরী, পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, মুকবুল হোসেন, মোঃ বাহার উদ্দিন বাহার, আব্দুল মান্নান বেপারী, সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক  আব্দুল ওহাব, উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির হিরো,  মাহবুব আলম চৌধুরী, এফ কাদের বাবু, রফিকুল ইসলাম মিয়াজি, সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতা আলমগীর হায়দার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমনসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কাউন্সিলে ভোটারদের প্রত্যক্ষ ভোটে হাজী আব্দুল মান্নান ১শ’২১ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ শাহজাহান মেম্বার পেয়েছেন ১শ ১৭ ভোট ও মোঃ আমির হোসেন ৬১ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মোঃ আইয়ুব আলী ১শ’ ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ শাহজাহান পেয়েছেন ১শ ৩৮ভোট পেয়েছেন।