মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে সাংবাদিক মজিবুর রহমান রনি ও পৌর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মো. আবুল কালামের (৭৬) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে এদিন সকালে পৌরসভাধীন ৫নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের করিমের বাগানে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
মরহুম মো. আবুল কালাম সোমবার দিবাগত রাতে বার্ধক্যজনিত রোগে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের জুনাব আলী বেপারী বাড়ি প্রকাশ সেলিম প্রফেসরের বাড়ির মৃত সৈয়দ আলী বেপারীর ছেলে। তিনি হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী ছিলেন।
এদিক মরহুম মো. আবুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজনসহ অন্যান্য জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়াও সাংবাদিক মজিবুর রহমান রনির বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, প্রেসকাবের পক্ষে মহিউদ্দিন আল আজাদ, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুল ও অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। এসময় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।