শাহরাস্তিতে বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা সম্পন্ন ও ফলাফল প্রকাশ
স্টাফ রিপোর্টারঃ
শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ টা র্পযন্ত উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে এ
পরীক্ষা এবং রাত ১০টায় ফলাফল প্রকাশ করা হয়েছে।
বিশাল উ স উদ্দিপনার মাঝে শাহ্ রাস্তি উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে বিএসএফ স্কলারশিপ
এক্সামিনেশন অনুষ্ঠিত হয়। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন
স্কুল ও মাদরাসার মোট ৯ শ’ ৮০জন শির্ক্ষাথী রেজিস্ট্রেশন করে। এদের মধ্যে ৯৭৫জন শির্ক্ষাথী
পরীক্ষায় অংশগ্রহন করে । পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩য়শ্রেনীর ১৩৮, চর্তুথ শ্রেণির ১৮৩,
পঞ্চম শ্যেণির ২৪০, ৬ষ্ঠ শ্রেণির ১৬২,সপ্তম শ্রেণির ১৪৩ ও অষ্টম শ্রেণির ১৪৮ জন। পরীক্ষা শেষ
খাতা দেখার পর রাত ১০টা ৩০ মিনিঠের সময় ফলাফল প্রকাশ করা হয়। উক্ত পরীক্ষায় ষষ্ঠ থেকে
অষ্টম শ্রেনী ৩০জন ট্যালেন্টপুল এবং সাধারন কোটায় ৭০জন মেধাবী শির্ক্ষাথী উর্ত্তিন হয়েছে।
আয়োজনকদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ,আইটি বিশেষজ্ঞ ও শিক্ষক নেতা হাসান
আহমেদ, সহ সভাপতি ডাঃ সুলতান আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, সহ ব্যবস্থপনা
পরিচালক ইমাম হোসেন, সহ ব্যবস্থপনা পরিচালক মোতাহের হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আবু
ছায়েদ, র্নিবাহী সদস্য জামশেদ আলম, আবদুর রহিম, মঞ্জুর আলম তালুকদার, বিপ্লব কুমার পাল, কামরুল
হাসান টিপু, , সাধারন সদস্য মোঃ রাসেল, আবুসুফিয়ান, হেলালউদ্দিন, আবুসুফিয়ান রনি, আল নোমান, তাকদির হোসেন, জাহিদ হাসান, আবুল বাসার, দিদার, ইয়াছমিন আক্তার, ফারজানা ইয়াছমিন শশি, মুন্না, গ্রাম বাসীদের মধ্যে সহায়তা করেন ডা আহাম্মদ উল্লা, ফজলুর রহমান, মঞ্জুর আলম, আবদুল হান্নাান
প্রমুখ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদে চেয়্যারম্যান আবদুর রাজ্জাক, মেহার
দক্ষিণ ইউনয়িন পরিষদের চেয়্যারম্যান রুহুল আমিন, বিশিষ্ট রাজনৈতিক সেতা ডাঃ নিমাই চন্দ্র পাল,
রায়হান মোগল , আবুল হোসেনসহ আরও অনেকে।
কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বিজয়পুর ইচ্চ বিদ্যালয়ের ভার্পরাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনির
হোসেন, হল সুপার ইব্রাহিম, সহকারী হল সুপার আক্তার হোসেন, শাহজাহান, জহিরুল ইসলাম।
বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনের পরিচালকও বিশিষ্ট সমাজ সেবক, শিক।ষক ও সাংবাদিক হাসান আহমেদ
জানান, আমরা মেধাবী শির্ক্ষাথীদের পড়ালেখার প্রতি উ স প্রদান করার জ্যন্য প্রতি বছর এই পরীক্ষার
আয়োজন করে থাকি। কিন্তু বৈশিক করনা মহা মারীর কারনে ২০২০ ও ২০২১ সালে পরীক্ষার আয়োজন
করতে পারিনি। এই পরীক্ষার জন্য কোন রেজিষ্ট্রেশন বা পরীক্ষার ফি নেওয়া হয় না। সংগঠনের লক্ষ্য
সকলে যেন সুন্দর ভাবে শির্ক্ষাথীরা তাদের মেধার বিকাশ গঠাতে পারে। আমরা পরবর্তিতে অনুষ্ঠানের
মাধ্যমে তাদের বৃত্তির র্অথ, সনদ ও উপহার প্রদান করব।