শাহরাস্তি প্রতিনিধিঃ

শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে
পুষ্পস্তবক অর্পণ করেছেন। ২৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টা উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম‍্যরালে এ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী,বিল্লাল হোসেন তুষার, দপ্তর সম্পাদক শফিউল আযম স্বপন, সহ দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সাধু, টামটা দঃ ইউ’পি চেয়ারম্যান মোঃ জহিরুল আলম মানিক,টামটা দঃ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, মেহের দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুদ্দিন টুলিপ, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদক, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর সংসদের সভাপতি মাহমুদুল হাসান আজাদসহ বিভিন্ন ইউনিয়ন আ’লিগের সভাপতি- সম্পাদক ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির হিরো, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এফ কাদের বাবু, সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মিয়াজী, আলমগীর হায়দার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমনসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রসঙ্গত ২৮ নভেম্বর সোমবার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মোঃ কামরুজ্জামান মিন্টুকে সভাপতি নির্বাচিত করা হয়।