ডেস্ক নিউজঃ

শাহরাস্তির ঐতিহ্যবাহী
ন্যাশনাল ভিক্টোরী স্কুল এন্ড কলেজ চলতি ২০২২ সালের এস এস সি
পরীক্ষায় কৃতিত্বের সহিত শতভাগ সফলতা অর্জন করেছে। গত ২৯
নভেম্বর সকালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষক ও
ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
উপজেলার শতভাগ ফলাফলে এ প্রতিষ্ঠান থেকে ২৩ জন শিক্ষার্থী অংশ
নিয়ে কৃতকার্য হয়েছে ২৩ জন, গড় পাশের হার শতভাগ,
জিপিএ-৫ পেয়েছে ৪ জন । এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি
ন্যাশনাল ভিক্টোরী স্কুল এন্ড কলেজের সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল হক
নুরু, পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল হালিম, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
মো:নূরুনন্নবী চৌধুরী রবিন, প্রতিষ্ঠানের সিনিয়র সহ-
সভাপতি কাজী মো: মুরাদ হোসেন প্রমুখ। অধ্যক্ষ নুরুনন্নবী
চৌধুরী রবিন জানান, শিক্ষার্থীদের এ শতভাগ সফলতায় আমরা
আনন্দিত, উদ্বেলিত। সফলতার এ ধারা অব্যাহত রাখতে শিক্ষক,
অভিবাভক, পরিচালনা পর্ষদের সবার সার্বিক ও আন্তরিক
সহযোগিতা কামনা করেছেন।