শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী থেকে সভাপতি হয়ে চমক দেখালেন জননেতা কামরুজ্জামান মিন্টু
মোঃ জসিম উদ্দিনঃ
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলাপ আলোচনার মাধ্যমে সোমবার বিকেলে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের ১০টি ওয়ার্ড ও ১টি পৌরসভার মোট ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পাঁচ আসনের(শাহরাস্তি- হাজীগঞ্জ) গণমানুষের নেতা মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।