শাহরাস্ততিে মাদ্রাসা জনোরলে টিচার্স এসোসয়িশেনরে কমটিি গঠন
ডেস্ক নিউজঃ
বাংলাদশে মাদ্রাসা জনোরলে টিচার্স এসোসয়িশেনরে শাহ্রাস্তি উপজলো
কমটিি গঠন উপলক্ষে গত বুধবার দুপুর ২টায় শাহ্রাস্তি ইন্টারন্যাশনাল
স্কুল হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠতি হয়।
উক্ত সভায় অতথিি বক্তব্য রাখনে বাংলাদশে মাদ্রাসা জনোরলে টিচার্স
এসোসয়িশনরে চাঁদপুর জলো কমটিরি যুগ্ন সাধারন সম্পাদক হাসান আহমদে,
নর্বিাহী সদস্য জনাব কামরুল আহসান মজুমদার, জনাব জহিাদ সরকার, জলো
কমটিরি প্রচার সম্পাদক জনাব আবুল কালাম আযাদ।
অন্যান্যদরে মধ্যে বক্তব্য রাখনে , তাছলমিা আক্তার, প্রভাষক, পরানপুর
ফাজলি মাদরাসা, বাবু জয়দেব, পরানপুর ফাজিল মাদরাসা, রেজাউল করিম ,
ভোলদিঘী কামিল মাদরাসা, কবরি হোসেন বি এস সি , পরানপুর ফাজিল মাদরাসা ,
প্রমূখ।
সভায় মাদ্রাসার প্রতিনিধিদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে আহাম্মদ নগর
আবদুল আজিজ মাদরাসার জহিাদ সরকারকে সভাপতি ভোলদিঘিী কামিল
মাদরাসার হাসান আহমদেকে সাধারণ সম্পাদক, পরানপুর ফাজিল মাদরাসার
আবুল কালাম আযাদকে সাংগঠনকি সম্পাদক করে ৫১ সদস্য বশিষ্টি
শাহরাস্তি উপজলো মাদ্রাসা জনোরলে টিচার্স এসোসয়িশেনরে কমটিি গঠন
করা হয়ছে।
গঠতি কমটিি আগামী ৩ বছর দায়ত্বি পালন করবনে।