বিশেষ প্রতিনিধিঃ 

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইমামনগর গ্রামের লোভার বাড়ীর দুইশত ফুট ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়ছে। আজ (৮ ডিসেম্বর ২০২২)বৃহস্প্রতিবার মাটি কেটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন। জানা যায়, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত অর্থে এই ড্রেন নির্মাণ করা হবে। ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন মাসুম, ব্যবসায়ী মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মামুনুর রশিদ(মামুন) মোহাম্মদ মুছা, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ সাখাওয়াত, মোহাম্মদ মাহাবু আলম, নূরুল আলম, সুলতান, খোকন, জাহাঙ্গীর, মোহাম্মদ জাহেদ, আলাউদ্দিন প্রমুখ।