মোঃ জামাল হোসেনঃ
“প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি”
এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে শাহরাস্তিতে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার ১২টায় উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ মিলন মিলনায়তনে এ র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ  হুমায়ন রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার অফিসার মোঃ শাহাজান। বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান  মঞ্জুরুল  ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম চৌধুরী, সাংবাদিক, ডাঃ মাসুদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।