স্টাফ রিপোর্টারঃ
হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. সুমন মিয়া প্রকাশ রমজান (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর সাইনবোর্ড এলাকা থেকে তাকে গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. সুমন মিয়া প্রকাশ রমজান ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের গুলগুইল্লা বাড়ির মৃত দুলাই মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর সাইনবোর্ড এলাকার মদিনা সিএনজি এন্ড টিভিএস গ্যারেজের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।
এসময় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. সুমন মিয়া প্রকাশ রমজানকে গ্রেফতার করা হয়। এদিন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আগামিকাল (বুধবার) আদালতে সোপর্দ করা হবে।