শাহরাস্তির সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জসিম উদ্দিনঃ
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আবুল বাসার পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন হেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , সাবেক সভাপতি ও চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক, মাসুদ আলম পাটওয়ারী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, জাকির হোসেন ফরাজি।
এতে ইউনিয়ন সহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ও বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক ও কাউন্সিলর গন সহ তৃনমূলের নেতা কর্মি গন উপস্থিত ছিলেন।