শাহরাস্তি ব্যুরোঃ
চাঁদপুরের শাহরাস্তিতে সজাগ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।
১৬ ডিসেম্বর শুক্রবার নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগনের কাছে গরিব অসহায় রোগীরা এই সেবা নিয়েছে।
এসময় এই ক্যাম্পেইনে চিকিৎসা প্রদান করেন, হৃদরোগ চিকিৎসক আহসানুল কবীর, ডায়াবেটিস চিকিৎসক মেহেদী হাসান মজুমদার, মেডিসিন চিকিৎসক আফতাবুল আলম হিরু, গাইনী চিকিৎসক রাবেয়া আক্তার, লিভার ও পরিপাকতন্ত্র চিকিৎসক মোঃ আবু নাসের শাকিল, নাক কান ও গলা চিকিৎসক জাকারিয়া, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ চিকিৎসক নাজমুল হাসান, চর্ম ও মেডিসিন চিকিৎসক কামাল হোসেন পলাশ, মা ও শিশু চিকিৎসক আশরাফুজ্জামান শোভন, চক্ষু চিকিৎসক রিপন চন্দ্র দাস (বিএনএসবি চাঁদপুর), ল্যাব টেকনোলজিষ্টঃজাকির হোসেন(গোমতী হাসপাতাল কুমিল্লা) রাখাল চন্দ্র দাস (ডি এম এ) ঢাকা, দীপক চন্দ্রশীল (ডি এম এফ) ঢাকা, প্রশান্ত চক্রবর্তী (ডিএমটি) ঢাকা বিএসসি ইনকোর্স(ডেন্টাল)।
সকাল ১০ টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন শাহারাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আহসানুল কবীর। এসময় আরো উপস্থিত ছিলেন, শাহারাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির , শাহরাস্তি প্রেসক্লাবের সহকারী যুগ্ন সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সজাগ ফাউন্ডেশন এর সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক এমরান হোসেন সাদ্দাম, সাংবাদিক ও সজাগ ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সদস্য মোঃ ফয়েজ আহমেদ, সাংবাদিক ও সজাগ ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর মোঃ আবু মুছা আল শিহাব,
অর্গানাইজিং ও সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোহাম্মদ রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ফাহাদ, দপ্তর সম্পাদক হাসান আহমেদ বাবলু, সহ-সম্পাদক আবুল বাশার, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউল আরেফিন তুহিন, কার্যকরী কমিটির সদস্য ওমর ফারুক, অপু চক্রবর্তী, তরুণ মজুমদার, খোরশেদ, তামিম, হৃদয়, রবিন, সাব্বির, ইব্রাহিম ও ব্লাড বিষয়ক সম্পাদক মহিউদ্দিন ।