জসিম উদ্দিনঃ
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নে শোরসাকে অবস্থিত চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর শুক্রবার সকালে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাকে অবস্থিত চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক নাজির আহমেদ বিএসসি। সহকারী শিক্ষক আবুল বাশার, অভিভাবক সদস্য, রেদোয়ান হোসেন সেন্টু। আনোয়ার হোসেন পাটোয়ারী। বিশিষ্ট সমাজ সেবক, হারুন রশীদ ষষ্ঠী সহ শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রছাত্রী এবং অভিভাবক গন উপস্থিত ছিলেন।